ভারতের অপরূপ “সিকিম” (Sikkim)

ভারতের-অপরূপ-“সিকিম” Indias-finest-Sikkim

অপরূপ সিকিম ভারতের উত্তর-পূর্বে অবস্থান করা এক অনিন্দ্যসুন্দর প্রদেশের নাম, ও সেই সাথে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর এক সৌর্হাদ্যপূর্ণ আবাসস্থল।

ভারতের প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে কম সংখ্যাক মানুষের বসবাস এই সিকিম (Sikkim) প্রদেশে আর সেই সাথে এখানে প্রচলিত আছে প্রায় ১১টির মত নানান ধরণের ভাষা।

সিকিমের সমুদ্র, Sea of Sikkim

সিকিমে বিশেষ পরিচিত হিসেবে রয়েছে সেখানের রাজধানী গ্যাংটক, কাঞ্চনজঙ্ঘা, ইয়ুমথাং ভ্যালি, লাচুং, নাথুলা পাস, সোমগো লেক ও আরো অনেক অপরূপ সুন্দর স্থান আর তার সাথে রয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য দেখে মনেহবে সিকিমের এই অপরূপ সুন্দর্যকে প্রকৃতি যেন সাজিয়েছে নিজ হাতে।

সিকিমে প্রবেশ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ছিল বাংলাদেশীদের জন্য তবে সিকিম নিয়ে বাংলাদেশীদের বিপুল আগ্রহের কারণে কিছুদিন আগেই তুলে নেয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা আর এটা এখন বাংলাদেশীদের জন্য একটি খুশির খবর হয়ে দারিয়েছে। এখন বাংলাদেশী কেউ চাইলেই তাদের নিকটস্থ ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে খুব সহজেই নিয়ে নিতে পারেন সিকিমে যাওয়ার অনুমতিপত্র বা আপনি চাইলে সরাসরি শিলিগুড়ি পৌঁছে সেখান থেকেও সিকিম যাওয়ার অনুমতিপত্র নিয়ে নিতে পারবেন।

তাই এখন আর দেরি কিসের, খুব তারাতারি সময় বের করুন আর আপনার ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন সিকিমের অপরূপ সুন্দর্যের পথে।

No comments:

Powered by Blogger.