আসছে অ্যান্ড্রয়েড ভার্সন ১০ | Android Version 10 | Logical Tube24

android new logo & update version

দশ বছর পূর্তিতে অ্যান্ড্রয়েড (Android) এর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের পরের সংস্করণটির নাম দিতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১০ (Android 10)।

এ পর্যন্ত অ্যান্ড্রয়েডের যত রকম ভার্সন বাজারে এসেছে তার প্রত্যেকটিন নাম ছিল-

Android Cupcake.

Android Donut.

Android Eclair.

Android Froyo.

Android Gingerbread.

Android Honeycomb.

Android Ice Cream Sandwich.

Android Jelly Bean.

Android KitKat.

Android Lollipop.

Android Marshmallow.

Android Nougat.

Android Oreo.

Android Pie.

আর সর্বশেষ ভার্সন হচ্ছে Android 10

পরের বছর আনা হবে অ্যান্ড্রয়েড ১১। যেটা আড়াইশো কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য উস্মুক্ত করা হবে।

এছাড়াও এবারই প্রথম গুগল তাদের অ্যান্ড্রয়েডের লোগো বদল করতে পারার সম্ভাবনা রয়েছে। আর সেই লোগোতে সবুজের বদলে কালো রং ব্যবহার করা হতে পারে।

সামনের সপ্তাহ থেকেই গুগল তাদের নতুন লোগো ব্যবহার শুরু করতে পারে। এমনকি অ্যান্ড্রয়েড ১০ (Android 10) এর দেখাও মিলতে পারে সেসময় থেকেই।

আমাদের পোষ্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেননা, ধন্যবাদ।

No comments:

Powered by Blogger.