কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করুন ‍গুগল থেকে | Copyright Free Images from Google Full Bangla Tutorial



গুগল এর নিয়ম অনুসারে গুগল থেকে যদি কোন ছবি ডাউনলোড করাহয় আর সেই ছবিটি যদি কপিরাইট যুক্ত ছবি হয়েথাকে তাহলে তা যেকোন সাইট বা ভিডিও-তে ব্যবহার করলে তা গুগল কপিরাইট হিসেবে গণনা করে, তাই কিভাবে কপিরাইট মুক্ত ছবি/Image কয়েকটি ভালো সাইট থেকে ডাউনলোড করা যায় তা নিয়ে এর আগে আমরা (বিনামূল্যে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ৫টি সাইট) নামে একটি পোষ্ট করেছিলাম, সেই পোষ্টটি আপনাদের খুব ভালো লাগায় আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম গুগল (Google) থেকেই খুব সহজে কপিরাইট মুক্ত (Copyright Free) ছবি ডাউনলোড করার বিশেষ একটি টিপস, তাই আমাদের পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়ার পর সেই নিয়ম অনুযায়ী ছবি ডাউনলোড করলে যে কোন যায়গায় ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের ছবিটি আর তাতে কোন কপিরাইট স্টাইক আসবে না, তাহলে চলুন দেখেনেই নিম্নের নিয়ম গুলো:-

প্রথমে আপনার প্রয়োজনীয় ছবিটিকে গুগল-এ সার্চ করার জন্যে গুগল ডট কম (Google.com)-এ যেয়ে ইমেজ (Image) অপশনটি সিলেক্ট করুন







উপরের ছবিটির মতো পেজ ওপেন হলে তাতে আপনার প্রয়োজনীয় ছবিটিকে সার্চ করুন

সার্চ করা ছবিগুলো


এখান থেকে আমনার পছন্দের ছটিটিকে ডাউনলোড করে কোন যায়গায় ব্যবহার করলে তাতে কপিরাইট আসতে পারে কারণ আমরা জানিনা যে এখানের কোন ছবিটি তাদের নিজস্ব কপিরাইট যুক্ত আর কোন ছবিটি কপিরাইট ফ্রি, তাই নিচের ছবিটির মতো গুগল এর টুলস (Tools) অপশন থেকে আমাদের ছবিগুলো অনুযায়ী সেটিংটি পরিবর্তন করেনিন


এখানের টুলস বাটন টিতে ক্লিক করুন


তারপর "Usage rights" লেখাটিতে ক্লিক করুন


"Usage rights"-এ ক্লিক করার পর নিচের অপশন গুলোর মধ্যে যেখানে "Labeled for reuse with modification" কথাটি লেখা আছে সেখানে ক্লিক করুন, সেখানে ক্লিকের পর পেজটি পুনরায় রিলোড (Re-Load) হবে


পেজটি পুনরায় রিলোড হওয়ার পর আপনার সামনে যতগুলো ছবি দেখতে পাবেন তার সবগুলোই কপিরাইট ফ্রি ছবি আর এই ছবিগুলো থেকে আপনার পছন্দের যে কোন ছবি আপনি আপনার যে কোন ভিডিও বা ব্লগ পোষ্ট-এ ব্যবহার করতে পারবেন এবং এতে আপনার কোন প্রকার সমস্যা হবেনা আর আপনার ব্যবহার করা ছবিগুলোর কারণে কখনো কপিরাইট স্টাইক আসবে না।

আমাদের পোষ্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই পোষ্ট সম্পর্কে কিছু বলার বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ধন্যবাদ।

No comments:

Powered by Blogger.