থিউরি অব রিলেটিভিটি নিয়ে স্যার আইনস্টাইন এর উদ্ভট উত্তর

Sir albert einstein facts


স্যার আইনস্টাইনের থিউরি অব রিলেটিভিটি তখনকার সময়ে শুধু অল্প কয়েকজন বিজ্ঞানীই বুঝতে পেরেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই আবিস্কারের ফলেই তার জনপ্রিয়তা সর্বস্তরে পৌছে যায়। এমনকি সেই সময়ে এই আবিস্কারের জনপ্রিয়তা দেখে এক চুরুট কোম্পানি তো তাদের নামই রেখে ফেলে রিলেটিভিটি চুরুট।

স্যার আইনস্টাইন এর জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন আমেরিকা ভ্রমণের আমন্ত্রন পান তিনি। আমেরিকা পৌছে জাহাজ থেকে নামার মুহূর্তেই কিছু সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। একেকজন একেক প্রশ্ন করতে থাকেন। সে সময় এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, আচ্ছা বলুন তো মেয়েরা আপনাকে এত পছন্দ করে কেন?

স্যার আইনস্টাইন মৃদু হেসে উত্তর দেন, মেয়েরা সব সময় ফ্যাশন পছন্দ করেন আর এ বছরের ফ্যাশন হলো “খিউরি অব রিলেটিভিটি”।

No comments:

Powered by Blogger.