উড়ন্ত মাছ বলতে আসলেই কি কিছু আছে?

উড়ন্ত মাছ, flying fish

সবাই ব্যাপারটি হেসে উড়িয়ে দিলেও আমি বলব হ্যা উড়ন্ত মাছ আসলেই আছে এবং তারা সত্যিই উড়তে পারে।

প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এমনকি ভারত মহাসাগরেও উড়ন্ত মাছ দেখা যায়। 

উড়ন্ত মাছ, flying fish

এখন পর্যন্ত প্রায় ৪০ প্রজাতির উড়ন্ত মাছ আবিস্কৃত হয়েছে। এই মাছ সাধারণত ধুসর রঙের হয়ে থাকে এবং এদের উপরটুকু নীলচে ও পেটের দিকটা কিছুটা রুপালী রঙের। ৭-১২ ইঞ্চির এই মাছের দুই জোড়া পাখা থাকে আর এদের দেহের আকৃতি টর্পেডোর মতো হওয়ায় এরা ছুটতেও পারে খুব দ্রুত গতিতে। 

এই মাছ তার টর্পেডো আকৃতির পাখার সাহায্যে প্রায় ৩৭ মাইল/ঘন্টা বেগে উড়তে পারে এবং প্রায় ৬৫৫ ফুট অতিক্রম করতে পারে।

ক্যারিবিয়ানের বার্বাডোস দ্বীপের কাছাকাছি এই মাছ প্রচুর পরিমাণে পাওয়ার যায়, যার কারণে বার্বাডোস দ্বীপকে ‘দ্যা ল্যান্ড অফ ফ্লাইং ফিশ’ বলে ডাকা হয় কিন্তু এখন সেখানের নাম পরিবর্তন করা হয়েছে।

জাপান, চীন আর ভিয়েতনামে খাদ্য হিসেবে এই মাছ অনেক জনপ্রিয় আর চাইলে আপনিও সেখানে যেয়ে/থেকে এই মাছের স্বাদ চেখে দেখতে পারেন।

No comments:

Powered by Blogger.