পৃথিবীর দিকে ধেয়ে আসা বিশাল গ্রহাণু

The huge asteroid moving towards the Earth


কখনও যদি এমন হয়, তাহলে?

আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলুন, কারণ বর্তমানে পৃথিবীর দিকে ধেয়ে আসা এবং আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকারক কোন গ্রহাণুর খোঁজ পাওয়া যায়নি। তাই আমাদের পৃথিবীর জন্য আগামী কয়েক শতকের জন্য বড় কোন বিপর্যয়ের সম্ভাবনা নেই।

তবে যদি কখনও এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে মানুষ কী করবে?

এই ব্যপার নিয়ে আমাদের সবার পরিচিত নাসার বিজ্ঞানীদের কিছু পরিকল্পনা রয়েছে এবং নাসা এই কাজের জন্য কিছু সংখ্যক বিজ্ঞানীকে সব সময় এই কাজে লাগিয়ে রেখেছেন।

নাসার পরিকল্পনাটি এমন যে প্রথমত ১২ জন বিজ্ঞানীকে নিয়ে গড়া একটি দলের কাছে বার্তা আসবে এবং তাদের কাজ থাকবে শুধু গ্রহাণুটির গতিপথ চিহ্নিত করা। এরপর তারা এর আকার এবং সংঘর্ষের সময় নির্ধারণের চেষ্টা চালাবেন। তারপর দলটি কর্তৃপক্ষকে জানাবেন আসলেই পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ অনিবার্য কি না। যদি সংঘর্ষ সত্যিই অনিবার্য হয় তাহলে এর প্রভাব কতটা হবে এবং গ্রহাণুটিকে রোধ করার যথাসাধ্য চেষ্টা চালাবেন বিজ্ঞানীরা (যদিও এখন পর্যন্ত খুব বেশি অস্ত্র নেই তাদের হাতে) আর এর সকল কার্যক্রম ও বার্তা জনবিবৃতির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

এখন পর্যন্ত নাসার কাছে আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকারক গ্রহাণুর প্রতিরক্ষার জন্য যা যা ব্যবস্থা রয়েছে-

১. গ্রহাণুটির দিকে লেজার রশ্মি ছোঁড়া।
২. গ্রহাণুটির দিকে নভোযান পাঠানো, যাতে এর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ হয় এবং এর গতিপথ পাল্টে যায়।
৩. ধেয়ে আসা বস্তুটির দিকে শক্তিশালী বোমা ছোঁড়া ইত্যাদি।

কিন্তু সত্যিই এমন ব্যবস্থা কি বাঁচাতে পারবে আমাদের এই সুন্দর পৃথিবীকে?

No comments:

Powered by Blogger.