জমজম কূপ (Zamzam Well) এর জানা-অজানা

জমজম কূপ, Zamzam well

ইসলামের পবিত্রতম তীর্থস্থান সৌদি আরবে অবস্থিত মক্কার মসজিদুল হারাম আর সেখানেই অবস্থিত মুসলিমদের পবিত্র পানির কূপ যার নাম জম জম কূপ (Zamzam Well)। কূপটি কাবাঘর থেকে মাত্র ৬৬ ফুট দুরেই অবস্থিত।

হাদিসে জমজম কূপের বর্ণনা:-
বুখারি শরিফের হাদিস অনুযায়ী হযরত ইব্রাহিম (আঃ) এর শিশুপুত্র ইসমাইল (আঃ) কে নিয়ে তার মা বিবি হাজেরা মক্কার মরুতে তৃষ্ণার্ত হয়ে ছোটাছুটি করছিলেন, তখন অলৌকিক উপায়ে ফেরেশতা জিব্রাইল (আঃ) এর ডানার আঘাতে মরুর বুকে জন্ম হয় পবিত্র জমজম কূপের। আগেরকার দিনে জমজম কূপের দুটো চৌবাচ্চা ছিল যার মধ্যে একটি পানি পানের জন্য এবং অন্যটি ওজু করার জন্য।

পুরান জমজম কূপ, The Old Zamzam well

ক্ষতিগ্রস্ত জমজম কূপ:-
১৪১৭ সালে আগুনে ক্ষতিগ্রস্ত হয় কূপটি, তারপর প্রায় ১৩ বছর পর আবার এর সংস্কার করা হয়।

কূপের গভীরতা:-
প্রায় এক থেকে আড়াই মিটার ব্যাসের কুয়াটি ৩০ মিটার গভীর।

এখনকার সময়ে পানি সরবরাহ, Zamzam well at present water supply

এখনকার সময়ে পানি সরবরাহ:-
মসজিদের পূর্ব দিক থেকে পাম্প করে নেয়া হয় কূপের পানি যা নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন স্থানে সরবহার করা হয়।

সৌদির ভৌগোলিক জরিপ বিভাগ প্রতিদিন জমজম কূপের পানি অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা করে থাকে। সৌদি আরব থেকে জমজমের পানি রপ্তানি বা অন্য দেশে বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ।

No comments:

Powered by Blogger.