সুলতান সালাহউদ্দিন (Saladin)

সুলতান সালাহউদ্দিন, Sultan Salahuddin (Saladin)

মিসর আর সিরিয়ার প্রথম সুলতান সালাহউদ্দিনকে পশ্চিমা বিশ্ব সালাদিন নামেও চেনে। আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন ছিলেন ক্রুসেডারদেরে বিরুদ্ধে সোচ্চার আর শত্রুর কাছে তিনি ছিলেন সম্মানিত এক বীর।

তিনি ১১৩৭ সালে ইরাকে জন্মগ্রনণ করেন। তার আসল নাম ছিল ইউসুফ এবং উপাধি নাম ছিল সালাহ-আদ-দ্বীন যার অর্থ হলো “ধর্মের ন্যায়তা বা পূণ্য”। কুর্দি পরিবার থেকে আসা সুলতান সালাহউদ্দিনের আদি নিবাস ছিল আর্মেনিয়ার প্রাচীন “দ্বীন” শহরে। মিসর, সিরিয়া, উত্তর ইরাক, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার কিছু অংশ নিয়ে ছিল তার বিশাল সাম্রাজ্য। 


তখনকার মাসায়েফ দুর্গের গুপ্তঘাতকরা ছিল বেশ তৎপর আর তাদেরকে নিয়েই সুলতান সালাহউদ্দিন-কে বহুবার গুপ্তহত্যার চেষ্টা করা হয় কিন্তু তাদের সেইসব ব্যর্থ অভিযানগুলোর কথা বলে শেষ করবার মত নয়। 



১১৮৭ সালে যথন তিনি খ্রিস্টানদের জেরুজালেম বিজয় করে নেন তখন নূন্যতম অর্থের বিনিময়ে মুক্তি দিয়ে দেন বন্দীদের। দরিদ্র খ্রিস্টান বন্দীদের তিনি বিনা অর্থেই ছেড়ে দেন অথচ ক্রুসেডার যখন জেরুজালেম জয় করেছিল তখন বয়ে দিয়েছিল মুসলিম রক্তের বন্যা। 

সুলতান সালাহউদ্দিনের মনের উদারত এমন ছিল যে, একদিন শত্রু কিং রিচার্ডের চিকিৎসার জন্য নিজের ডাক্তারদের পাঠিয়ে দেন তিনি।

এ মহান ব্যক্তি প্রায় নিঃস্ব অবস্থায় মারা যান। তাকে সমাহিত করা হয়েছে দামেস্কে শহরের উমাইয়া মসজিদের বাহিরের বাগানে।

No comments:

Powered by Blogger.