আগ্নেয়গিরির তান্ডবের মুখে পাম্পেই শহর (Pompeii City)

আগ্নেয়গিরির তান্ডবে পাম্পেই শহর, pompeii city In the face of volcanic eruption

রোমান সম্রাজ্যের পাম্পেই (Pompeii) নগরী ছিল সভ্যতার অন্যতম আধুনিক মাপকাঠি যা ৭৯ খ্রিস্টাব্দের ২৪ আগষ্ট মাউন্ট ভিসুভিয়াসের (Mount Vesuvius) আগ্নেয়গিরির তান্ডবে ধূলিসাৎ হয়ে যায় পুরো শহরটি সেই তান্ডবে ,০০০ জনগণ বড় বড় দালান-কোঠাসহ যাবতীয় সবকিছুই পুরে ছাই হয়ে যায়

পাম্পেইয়ে বসবাস ছিল প্রায় ২০,০০০ নাগরিকের তবে ধ্বংসলীলা শুরুর পূর্বে তার বেশিরভাগ মানুষই শহর ছাড়তে সক্ষম হয়

steam-bath-in-pompeii-city

মানুষের কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক নগরী, মধ্যযুগীয় সভ্যতার দৃষ্টান্ত এবং এই শহরটির সব তথ্যই ১৭৪৮ সালের আগে ছিল একদম অজানা তবে ১৭ শতকে ৩০ ফুট ছাইয়ের স্তূপ থেকে উন্মোচিত হয় পাম্পেই শহরের অস্তিত্ব যেখানে স্পা, স্টিম বাথ সহ আদিম আধুনিক সকল আমোদ-প্রমোদের অস্তিত্ব পাওয়া যায় এমন সাজানো গোছানো শহর, রাস্তাঘাট আধুনিক অস্তিত্ব হরহামেশাই চোখে পড়ে না


সেখানে বিলাসবহুল প্রাসাদ, ইট-পাথরের রাজপথ, মৃৎশিল্প, কারিগরী দক্ষতা পাথর দিয়ে বাঁধানো রাস্তার পানি নিস্কাশন পদ্ধতি তখনকার দিনের উদ্ভাবনী চিন্তার পরিচয় বহন করে

human-body-of-pompeii-city

পাম্পেই শহরের খোঁজ পাওয়া পর সেখানে যেসকল অধিবাসীর শরীর চাপা পড়েছিল ধুলোর নিচে তা প্লাস্টারের সাহায্যে আকৃতি দিয়ে সংরক্ষণ করা হয়েছে ইতিহাসকে রোমন্থন করার এক অভিনব উৎসব হিসেবে আর সেই সাথে পাম্পেই শহরকে এখনো সুরক্ষিত রাখার চেষ্টা অব্যহত রয়েছে

No comments:

Powered by Blogger.